Veterinary Science & Medicine
ভেটেরিনারি সায়েন্স ও মেডিসিন
ভেটেরিনারি সায়েন্স ও মেডিসিন বিষয়ে
পড়ার মাধ্যমে পেশামুখী ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া যায়। দেশে ও বিদেশে সহজলভ্য
চাকরির সুযোাগের কারণে সাম্প্রতিক সময়ে অনেকেই এ বিষয়ে পড়তে আগ্রহী হচ্ছেন।
চাকরিক্ষেত্রে চাহিদা
পশুচিকিৎসা বা ভেটেরিনারি সায়েন্সের বাংলাদেশে বর্তমানে ভালো চাহিদা রয়েছে।
আন্তর্জাতিক ক্ষেত্রেও রয়েছে উচ্চতর গবেষণার সুযোগ। এ ব্যাপারে কথা হলো চিটাগং
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমধু
চক্রবর্তীর সঙ্গে। তিনি জানান, বর্তমানে চাকরির বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে
ভেটেরিনারি সায়েন্স ও মেডিসিনের স্নাতকদের। বাংলাদেশে কৃষি-সংক্রান্ত ফার্মগুলো এ
বিষয়ে ডিগ্রিধারীদের প্রধান কর্মক্ষেত্র। বিভিন্ন এনজিও, যারা পশুচিকিৎসা ও
প্রাণীদের নিয়ে কাজ করছে, সেখানেও শিক্ষার্থীদের প্রচুর চাহিদা রয়েছে। বড় বড়
পোলট্রি ও ডেইরি ফার্ম এবং ভেটেরিনারি অফিসার হিসেবে সরকারি চাকরির ক্ষেত্রেও
ভেটেরিনারি সায়েন্স গ্র্যাজুয়েটদের একচ্ছত্র আধিপত্য।
কী ধরনের কোর্স
ভেটেরিনারি সায়েন্স ও মেডিসিনের
কোর্সগুলো সাধারণত পাঁচ বছরের হয়ে থাকে। এতে মেডিসিন-সম্পর্কিত বিশেষায়িত কোর্স ও
চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত কিছু কোর্সের সঙ্গে পশু-পাখির চিকিৎসার খুঁটিনাটি সব
দিকই পড়ানো হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও চিটাগং
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটিতে রয়েছে অ্যানাটমি,
প্যাথলজি, ফিজিওলজি, সার্জারি ইত্যাদি বেশ কিছু বিভাগে পড়ার সুযোগ। অন্য
বিশ্ববিদ্যালয়গুলোয় ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স তো পড়ানো হয়ে থাকে। ডিগ্রি
লাভের পর ইন্টার্নশিপের সুযোগও রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানেই।
কোথায় পড়বেন
চট্টগ্রামের চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ও চারটি
কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশে মোট আটটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স অনুষদ
বা বিভাগ রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে রয়েছে ভেটেরিনারি
সায়েন্স বিভাগ। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পটুয়াখালী ও হাজী দানেশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ভেটেরিনারি সায়েন্স অনুষদ রয়েছে। এ ছাড়া
ঝিনাইদহে রয়েছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ।
No comments:
Post a Comment