Chittagong University of Engineering and Technology
Chittagong - 4349
Phone: 031-714946, 31-714911 ,Fax:031-714910 Email , Website
Chittagong - 4349
Phone: 031-714946, 31-714911 ,Fax:031-714910 Email , Website
Admission Requirements
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের নূন্যতম যোগ্যতাঃ
ক) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। খ) প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় ৫ এর স্কেলে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে। অথবা সমমানের পরীক্ষায় সমতুল্য নম্বর বা গ্রেড পেয়ে পাশ হতে হবে। গ) প্রার্থীকে বাংলাদেশের কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বয়ারদ/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে সুধুমাএ ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে "A-" গ্রেড (জিপি ৩.৫)পেয়ে পাশ করতে হবে এবং গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেট পয়েন্ট ১৭.৫০ পেতে হবে। অথবা বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৪ সালের সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতূল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে। বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট ১২ শিক্ষাবর্ষের অধ্যয়নকাল থাকলে দরখাস্ত করতে পারবে। উক্ত ক্ষেত্রে গ্রেড-এর সমতুল্য Numerical value এর মান সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নকৃত সনদপত্র জমা দিতে হবে। অথবা GCE "O" লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি পেপারে গড়ে "B" গ্রেড পেয়ে পাশ হতে হবে এবং GCE "A" লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের প্রত্যেকটিতে কমপক্ষে "B" গ্রেড পেয়ে পাশ হতে হবে। শুধুমাত্র ২০১৪ সালে "A" লেভেল পাশ করা ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি KHA গ্রুপের জন্য ৮০০/- টাকা |
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
Apply Procedure
SMS পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়াঃ
ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে 16222 নম্বরে SMS করতে হবে। ক)একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে Message অপসনে গিয়ে CUET লিখে, স্পেস দিয়ে HSC শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে HSC পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে HSC পাশের সাল লিখে, স্পেস দিয়ে SSC শিক্ষাবোর্ডেরনামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে SSC পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে SSC পাশের সাল লিখে, স্পেস দিয়ে কাঙ্খিত গ্রুপ-এর কী ওয়ার্ডটি KA/KHA লিখে 16222 নাম্বারে Send করতে হবে। উদাহরণঃ CUET DHA 123456 2014 CHI 102030 2012 KA | উদাহরণটি চট্টগ্রাম বোর্ড হতে SSC পাশ করা, ঢাকা বোর্ড হতে HSC পাশ করা এবং CUET এর KA গ্রুপের জন্য। এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর নিজের HSC পরীক্ষার রোল নম্বর, 2014 এর জায়গায় HSC পাশের সাল, 102030 এর জায়গায় HSC পরীক্ষার রোল নম্বর এবং 2012 এর জায়গায় SSC পাশের সাল লিখতে হবে। বিভিন্ন বোর্ডের জন্য কী ওয়ার্ডসমূহ হলঃ সিলেট(SYL), বরিশাল(BAR), চট্রগ্রাম(CHI), কুমিল্লা(COM), ঢাকা(DHA), দিনাজপুর(DIN), যশোর(JES), রাজশাহী(REJ), মাদ্রাসা(MAD), এবং কারিগরী(VOC)। খ)উপরের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে CUET লিখে, স্পেস দিয়ে, YES লিখে, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য নিজের ব্যবহৃত যে কোন অপারেটর এর একটি মোবাইল নম্বর লিখে 1622 নম্বরে Send করতে হবে। উদাহরণঃ CUET YES 87654321 01xxxxxxxxx । এখানে 87654321 এর জায়গায় আবেদনকারীর নিজ PIN টি এবং 01xxxxxxxxx এর জায়গায় আবেদনকারীর মোবাইল নম্বর লিখতে হবে। উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না। গ)আবেদনকারীর মোবাইলে পর্যাপ্ত পরিমান টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি KA গ্রুপের জন্য ৭০০/- টাকা এবং KHA গ্রুপের জন্য ৮০০/- টাকা কেটে নিয়ে একটি ফিরতি SMS এর মাধ্যমে সাথে সাথেই একটি ফরম নম্বর জানিয়ে দেয়া হবে যা আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে। সকল আবেদনকারীর মধ্য থেকে HSC তে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজীতে প্রাপ্ত মোট জিপিএ এর ভিত্তিতে প্রথম ৬০০০(ছয় হাজার) জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত ঘোষণা করা হবে এবং তাদের সংরক্ষিত ফরম নম্বরের বিপরীতে একটি রোল নম্বর জানিয়ে দেয়া হবে (ওযেব সাইট ও SMS মাধ্যমে)। তবে, ৬০০০ তম স্থানে একাধিক প্রার্থী থাকলে ক্রমানুসারে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে HSC তে প্রাপ্ত GPA এর ভিত্তিতে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। সেক্ষেত্রে HSC তে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে একই GPA প্রাপ্ত ৬০০০ তম স্থানের সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ভর্তি পরীক্ষার সময় সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবির পিছনে ঐ রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে। ছবি ছাড়া কাউকেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না। ঘ)উপজাতীয় কোটায় আবেদনকারীগণ উপরোক্ত SMS এর শেষে একটি অতিরিক্ত কী ওয়ার্ড(TIR)যুক্ত করবে। উদাহরণঃ CUET DHA 123456 2014 CHI 102030 2012 KA TRI | এই উদাহরণ ক্রমিক নং (ক) এ বর্ণিত উদাহরণে শুধুমাত্র উপজাতীয় কোটার জন্য TRI সংযুক্ত করবে। |
||||||||||||||||||||||||||||
Special Notes
বিশেষ দ্রষ্টব্যঃ
১) একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে। তবে আবেদনের দ্বিতীয় ধাপে সম্মতি জানানো্র সময় যোগাযোগের জন্য আবেদঙ্কারীর নিজের ব্যবহ্রত (যে কোন অপারেটরের) একটি মোবাইল নম্বর দিতে হবে। ২) নিদিষ্ট তারিখ সময় সুচীর মধ্যে দিনের বা রাতের যে কন সময় এমনকি ছুটির দিনেও SMS এ আবেদন করা যাবে। ৩) একবার SMS করে আবেদন করে ফেললে তা প্রত্যাহার করা যাবে না এবং কোন টাকা ফেরত দেয়া যাবে না। ৪) ভর্তি পরীক্ষার দিন দুই কপি সত্যায়িত পাসপো্ট সাইজের সদ্য তোলা রঙ্গিন ছবি ছাড়া কাউকে পরীক্ষা দিতে দেয়া হবে না এবং কোন প্রবেশপএ ইস্যু করা হবে না। ৫) SMS পদ্ধতির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কনোরুপ সমস্যার সম্মু্খীন হলে টেলিটকের কাস্টমার কেয়ার (১২১) এ যোগাযোগ করা যেতে পারে। বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশ করা এবং GCE "O"/"A" লেভেল পাশ করা ছাত্র-ছাত্রীরা SMS এর মাধ্যমে আবেদন করতে পারবে না। তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cuet.ac.bd অথবা http://180.211.172.99/admission থেকে আবেদন ফরম ডাউনলোড করে নির্ধারিত ফি সভাপতি, ভর্তি কমিটি, সোনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রাম এর অনুকুলে ডিমান্ড ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করে রেজিস্ট্রার, চুয়েট, রাউজান, চট্টগ্রাম-৪৩৪৯ ঠিকানায় জমা দিতে হবে। ভর্তি নির্দেশিকাঃ সকল পরীক্ষার্থী চুয়েট ওয়েবসাইট http://www.cuet.ac.bd অথবা http://180.211.172.99/admission হতে ভর্তি নির্দেশিকা ২০১৪-১৫ ডাউনলোড করে নিতে পারবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত নিয়মাবলী ছাত্র-ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি/ভর্তি নির্দেশিকায় উল্লেখ নেই, ভর্তি সংক্রান্ত এমন কোন তথ্য জানতে হলে রেজিস্ট্রার অফিসের সাথে যোগাযোগ করতে হবে। ভর্তি সংক্রান্ত নিয়ম নীতির যে কোন ধারা ও উপ-ধারার পরিবর্তন, সংশোধন, সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। |
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
------------------------------------------------------------------------------------------------------------------- |
Rajshahi University
Admission Circular First Year Honours Session 2014-2015
Khulna University of Engineering and Technology
Admission Circular First Year Honours Session 2014-2015
Maulana Vasani University of Science and Technology
Admission Circular First Year Honours Session 2014-2015