Sunday, December 15, 2013

Master of Public Health (MPH)

বর্তমান বিশ্বে medical and health education এ উচ্চশিক্ষার  ক্ষেত্রে Master of Public Health (MPH) মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি একটি গুরুত্বপূর্ণ ডিগ্রি ।এ ডিগ্রি অর্জন করার মাধ্যমে দেশে - বিদেশে জনস্বাস্থ্য সচেতনতা ও জনসেবায় ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন । যাদের বিএসসি নার্সিং, এমবিবিএস অথবা সোস্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি আছে বা  যে কোনো এনজিও সংস্থায় জনস্বাস্থ্য সেবায় ৪ বছর  কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ এ আলংকরিক ডিগ্রি(Ornamental Degree)টি অর্জন করতে পারেন । বর্তমানে চিকিৎসক ছাড়াও বিভিন্ন পেশাজীবীরাও পাবলিক হেলথ বিষয়ে উচ্চ শিক্ষা এমপিএইচ ডিগ্রি গ্রহণ করতে পারবেন।

কোথায় করবেন:


১। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়(BSMMU): 
গত বছর থেকে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট ও সেমিস্টার পদ্ধতিতে MPH কোর্স কারিকুলামটি প্রণয়ন করা হয়েছে। নতুন পদ্ধতির কারিক্যুলাম শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে দুটি কোর্স চালু রয়েছে। এখান থেকে চিকিৎসক ছাড়াও বিভিন্ন পেশাজীবীরাও পাবলিক হেলথ বিষয়ে উচ্চ শিক্ষা MPH ডিগ্রি গ্রহণ করতে পারবে । পাশাপাশি কোর্সের মেয়াদ এক বছর থেকে দেড় বছরে উন্নীত করা হয়েছে ।
" স্বল্পতম সময়ের মধ্যে পাবলিক হেলথ বিষয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি যুগোপযোগী কোর্স কারিক্যুলাম প্রণয়নে সমর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রণয়ন কমিটিকে অসংখ্য ধন্যবাদ । আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সর্বদা সহযোগিতা করব।"
-------------------------------------- বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি ডা. খালিদ হাসান
যোগাযোগের ঠিকানা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।

২। ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন (NIPSOM):
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ মাস্টার অব ফিলসফি ও মাস্টার অব পাবলিক হেলথের বিভিন্ন কোর্সে ভর্তি করা হয়।

আবেদনের সময়,যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র:

সাধারণত প্রতি বছর মার্চ মাসে এ কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করে থাকে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল অনুমোদিত) এমবিবিএস বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর। বেসরকারি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দেওয়া চারিত্রিক সনদপত্র, বিএমডিসি বা নার্সিং কাউন্সিলের দেওয়া নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

যোগাযোগের ঠিকানা:  নিপসম, মহাখালী, ঢাকা-১২১২


৩। নর্থসাউথ ইউনিভার্সিটি(NSU):

বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ)  ডিগ্রি গ্রহণ করতে পারবে।। যেসব বিষয়ে ভর্তি হওয়া যাবে তা হলো: এপিডেমিওলজি, রিপ্রডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, হসপিটাল অ্যান্ড হেলথ সার্ভিসেস ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল হেলথ। 
যোগাযোগের ঠিকানা:    নর্থসাউথ ইউনিভার্সিটি,   ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ, রুম নং-এসএসি ৮২৯, বসুন্ধরা, ঢাকা।
 

৪। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠার পর থেকেই অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগ নির্বাচনে বাস্তবমুখী সিদ্ধান্ত নিয়েছিল। এ মূল্যায়নের নিরিখেই অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় মাস্টার্স অব পাবলিক হেলথ (MPH) প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রাম শুরু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের জনস্বাস্থ্য সচেতনতা ও জনসেবায় ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে সমাজে ও দেশের বিভিন্ন স্থলে বিজ্ঞান ও প্রযুক্তির সেবার অংশ হিসেবে ২০০৮ সালে MPH প্রোগ্রাম চালু করা হয় । এক বছর মেয়াদি এই কোর্সটি ৪ সেমিস্টারে ৫২ ক্রেডিটের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এই কোর্সে ভর্তিতে প্রয়োজন বিএসসি নার্সিং, এমবিবিএস অথবা সোস্যাল সায়েন্সে স্নাতক পাস এবং ৪ বছর মেয়াদি যে কোনো এনজিও সংস্থায় জনস্বাস্থ্য সেবায় কাজ করার অভিজ্ঞতা। 

এ প্রোগ্রামের ক্লাসগুলো প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। 
প্রোগ্রামের শিক্ষকরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলী আব্বাস খোরশেদ, বেসরকারি জনস্বাস্থ্য প্রতিষ্ঠান নিপসমের প্রফেসর শাহ আলম ভূঁইয়া, সরকারি জনস্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র নিপোর্টের ডা. আনিসুল আওয়াল ও প্রভাষক আরিফুজ্জামান খান। 

এই প্রোগ্রামে শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও বিশেষ করে নেপাল, মালদ্বীপ, ভুটানের অনেক শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয় থেকে কোর্স সম্পন্ন করে থাকেন। দেশের দরিদ্র, মেধাবী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান ও নারী শিক্ষার্থীদের জন্য জিপিএর ওপর ভিত্তি করে ভর্তিতে এবং কোর্সে ভালো ফলের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়। 
MPH প্রোগ্রামের মেজর বিষয়গুলো হলো: হসপিটাল ম্যানেজমেন্ট, ইপিডিমোলজি, রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ, ডেন্টাল পাবলিক হেলথ এবং পাবলিক হেলথ নিউট্রিশন। 

তৃতীয় সেমিস্টার শেষ হওয়ার পর চতুর্থ সেমিস্টারে শিক্ষার্থীদের আলাদা করে থিসিস ক্লাস করানো হয়। প্রতিটি ক্লাসে ইন্টারনেট থেকে বিভিন্ন বই গবেষণা করে রেফারেন্সসহ লেকচার শিট প্রদান করা হয়। MPH প্রোগ্রামটি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের পান্থপথ ও উত্তরা ক্যাম্পাসে চালু রয়েছে। 
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ১১টি ব্যাচ পাস করে দেশের স্বাস্থ্যসেবায় প্রশাসনিক ক্যাডারসহ দেশের বাইরে ও দেশে মেডিকেল কলেজে শিক্ষকতা এবং হাসপাতাল, এনজিওসহ নানা প্রতিষ্ঠানে কর্মরত।
যোগাযোগের ঠিকানা: এ আর এস্টেট, পান্থপথ, ও ৫৩/১ পুরানা পল্টন লেন, ঢাকা।


পাবলিক হেলথ সম্বন্ধে বিস্তারিত জানতে নিম্নলিখিত লিংক গুলোতে ক্লিক করুন
২।  Public Health




No comments:

Post a Comment